গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়, চট্টগ্রাম
www.dnc.chittagong.gov.bd
E-mail-ddchittagong @dnc.gov.bd/ctgdnc@gmail.com
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেনস চার্টার)
ভিশন ও মিশন
ভিশন (Vission): মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া।
মিশন (Mission): দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে এনফোর্সমেন্ট ও আইনী কার্যক্রম জোরদার, মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনা।
প্রতিশ্রত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
৫ |
নারকোটিক ড্রাগস মজুদ ও খুচরা বিক্রয়ের লাইসেন্স (ফার্মেসী) প্রদান।
|
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে জেলা কার্যালয় থেকে লাইসেন্স প্রদান করা হয় |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (www.dnc.gov.bd হতে ডাউনলোড করা যাবে)।
৩) হালনাগাদ ড্রাগ লাইসেন্স কপি। ৪) হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র। ৫) ফার্মাসিষ্টের জীবন বৃত্তান্ত, সনদপত্র/প্রত্যয়নপত্র ও নিয়োগপত্র। ৬) দোকানে নিয়োজিত কর্মচারীদের তালিকা। ৭) দোকান ভাড়ার চুক্তিপত্র/জমির দলিলের ছায়ালিপি। ৮) প্রতিষ্ঠানের খসড়া মানচিত্র কপি। ৯) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কপি।
|
মহানগরের ক্ষেত্রে 12০০/- ও
অন্যান্য এলাকার জন্য 1000/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৯০ দিন |
উপপরিচালক ফোন-০২৪১-৩৬০২৩৬ E-mail-ddchittagong @dnc.gov.bd/ ctgdnc@gmail.com |
৬ |
নারকোটিক ড্রাগস ব্যবহারের পারমিট প্রদান।
|
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে জেলা কার্যালয় থেকে লাইসেন্স প্রদান করা হয় |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (www.dnc.gov.bd হতে ডাউনলোড করা যাবে)।
৩) হালনাগাদ ক্লিনিক লাইসেন্স কপি। ৪) হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র। ৫) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাইসেন্স কপি। ৬) হাসপাতাল/ক্লিনিক ভাড়ার চুক্তিপত্র/জমির দলিল। ৭) হাসপাতাল/ক্লিনিকে নিয়োজিত ডাক্তারদের তালিকা (রেজি: নম্বরসহ) ও তাদের নিয়োগপত্র, যোগদানপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র । ৮) হাসপাতাল/ক্লিনিকে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের তালিকা। ৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা 14 মোতাবেক (তদন্ত কর্মকর্মকর্তার সুস্পষ্ট মতামতসহ) প্রতিবেদন । ১০) হাসপাতাল/ক্লিনিকে বিগত ০৬(ছয়) মাসের অপারেশনের সংখ্যা সংক্রান্ত বিবরণ। ১১) প্রধান কার্যালয় থেকে অনুমোদন সাপেক্ষে জেলা কার্যালয় থেকে লাইসেন্স প্রদান |
মহানগরের ক্ষেত্রে 12০০/- ও |
৯০ দিন |
উপপরিচালক ফোন-০২৪১-৩৬০২৩৬ E-mail-ddchittagong @dnc.gov.bd/ ctgdnc@gmail.com |
অন্যান্য এলাকার জন্য 1000/- |
||||||
ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
১৪ |
প্রিকারসর কেমিক্যালস এর রপ্তানী, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে জেলা কার্যালয় থেকে লাইসেন্স প্রদান করা হয় |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (www.dnc.gov.bd হতে ডাউনলোড করা যাবে)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি
১৬) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/ কর্মচারিদের বিবরণ। ১৭ ) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। ১৮) যে দেশে রপ্তানি করা হবে সে দেশের অনুমতিপত্র। ১৯) ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ।
|
২০,০০০/-
ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৯০ দিন |
উপপরিচালক ফোন-০২৪১-৩৬০২৩৬ E-mail-ddchittagong @dnc.gov.bd/ ctgdnc@gmail.com
|
১৫ |
প্রিকারসর কেমিক্যালস এর উৎপাদন /প্রক্রিয়াজাতকরণ, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে জেলা কার্যালয় থেকে লাইসেন্স প্রদান করা হয় |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (www.dnc.gov.bd হতে ডাউনলোড করা যাবে)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি।
১৭) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/ কর্মচারিদের তালিকা ১৮ ) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। ১৯) পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র কপি। ২০) ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
২২) প্রিকারসর কেমিক্যালস ব্যবহারের অনুমোদিত রেসিপি (দেশের স্বীকৃতিপ্রাপ্ত এ সংক্রান্ত প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হতে হবে)। |
২০,০০০/-
ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৯০ দিন |
উপপরিচালক ফোন-০২৪১-৩৬০২৩৬ E-mail-ddchittagong @dnc.gov.bd/ ctgdnc@gmail.com
|